1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ময়মনসিংহ ফুলপুরে অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা আহত- ২  - Barta24TV.com
সন্ধ্যা ৬:৩৩, সোমবার, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ ফুলপুরে অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা আহত- ২ 

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 39 Time View

রমজান আলীঃ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ১০নং বওলা ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মৃত হাফেজ উদ্দিন এর ছেলে মোঃ ফজলু মিয়া ও প্রতিবেশী আব্দুর রশিদ খানের পুত্র আকাশ খান, মৃত কাজিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ খান,আব্দুল বারেক ও খোরশেদ আলী গংদের সাথে দীর্ঘদিন যাবত জমা-জমি নিয়ে বিরোধ  ও শত্রুতা চলে আসছিল। অভিযোগে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৫ইং সকালে মোঃ ফজলু মিয়া তার নিজ বাড়িতে অবস্থান কালে প্রতিবেশী আকাশ খান গংরা দলবদ্ধ হয়ে অনাধিকার ভাবে ফজলু মিয়ার বাড়িতে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করার এক পর্যায়ে ফজলু মিয়া তাহা প্রতিবাদ করিলে, আকাশ খান গংরা বাড়িঘর ভাংচুর সহ লোহার রড ও দা দিয়ে ফজলু মিয়া ও তার স্ত্রী কমলা খাতুন এর উপর মারাত্মকভাবে আঘাত করে। ঘটনার একপর্যায়ে ফজলু মিয়া ও তার স্ত্রী কমলা খাতুন গুরুতর রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়লে। ঘটনার পর মুহুর্তে লোকজনের সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত ফজলু মিয়া ও স্ত্রী  কমলা খাতুন কে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনার পরদিন গত ১৫ মার্চ ২৫ইং তারিখ শনিবার আহত ফজলু মিয়া বাদী হয়ে ফুলপুর থানায় আকাশ খান গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী উক্ত ঘটনার  সঠিক ও সুষ্ঠু বিচার দাবী করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category