মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি নওগাঁ
পত্নীতলাঃ সম্প্রীতির বাংলাদেশ গড়তে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন জোহা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল হতে রাত পর্যন্ত নজিপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।মন্দির পরিদর্শনে গিয়ে, মণ্ডপের পূজারী,পূজার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
এসময় তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি ও থাকব।দুর্গা উৎসবে আমাদের নেতারা আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে।যাতে আপনাদের দুর্গা উৎসব কোনো সমস্যা না হয় বলে তাদের আশ্বস্ত করেন।