দুর্গাপুর প্রতিনিধি, শাহিনুর ইসলাম শিশির: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় গণসংযোগ করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-০৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর সুযোগ্য কন্যা ও বিশিষ্ট নারী উদ্যোক্তা তানজিমা সারমিন মুনি।
সোমবার(২অক্টোবর ২৩) বিকেলে দুই উপজেলার মাড়িয়া ও ভালুক গাছি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাটবাজারে জনগনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও গণসংযোগ করেন তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এলাকায় আওয়ামীলীগের সরকারের উন্নয়ন-কে আরও গতিশীল করতে প্রচার প্রচারণায় নেমেছেন তিনি।
গনসংযোগকালে তানজিমা সারমিন মুনি জনগনের মাঝে তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য। সরকারের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান এবং তিনি বলেন আমার বাবা পুঠিয়া দুর্গাপুরের মানুষের জন্য কাজ করে গেছেন, আমার ইচ্ছে আমার বাবার অসমাপ্ত কাজগুলো করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিক দেন আমি আপনাদের মাঝে থেকে কাজ করে যেতে চাই।
এসময় তিনি এমপি প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।