1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে এসে আটক ৪ ইউপি চেয়ারম্যান - Barta24TV.com
সকাল ৭:০৫, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে এসে আটক ৪ ইউপি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 72 Time View

মেলান্দহ থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহে উপজেলার সমন্বয় কমিটির মাসিক মিটিং শেষে বের হওয়ার সময় আটক হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ৪ চেয়ারম্যান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা দিকে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ৭নংচরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), ৮নং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২) ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান (৬৩)।জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মাসিক সমন্বয় মিটিংয়ে উপস্থিত হন তারা। এসময় তাদের উপস্থিতির কথা জানতে পেরে মেলান্দহ থানা পুলিশ উপজেলায় আসে। পরে মিটিং শেষে বের হওয়ার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের নাশকতা মামলায় আটক করা হয়।পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার হওয়া চার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এছাড়াও জুলাই-আগস্টে ছাত্রদের উপর হামলার ঘটনাতেও তারা জড়িত। তাদেরকে অতিদ্রুত সময়ের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আমরা প্রতিদিনই যারা নাশকতাকারী, যারা ইতোপূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বিভিন্নভাবে অত্যাচার করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মেলান্দহের চার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category