জামালপুর থেকে রমজান আলীঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের শিহাটা গ্রামে মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ আসাদুজ্জামানের বাড়ি ঘরে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার প্রতিবাদের গত ১৬জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রতিবেশী ইসমাইল শেখের পুত্র রবিউল ইসলাম ও মৃত আজিম উদ্দিনের পুত্র নজরুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবত জমা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ চলাকালীন এক পর্যায়ে গত ১৫ জানুয়ারি বুধবার দিবাগত গভীর রাতে রবিউল ইসলাম ও নজরুল ইসলাম গংরা অতর্কিতভাবে আসাদুজ্জামানের বাড়ি ঘরে হামলা চালিয়ে তিনটি টিনের বসত ঘর ভেঙ্গে নিয়ে যায় এবং টিনের বাউন্ডারি সহ ঘরে থাকা নগদ ৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী আসাদুজ্জামানের পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলে ঘটনাস্থলে মেলান্দহ থানা পুলিশ উপস্থিত হয়ে উভয় পক্ষদেরকে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসাদুজ্জামান দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের নিকট ন্যায়বিচার দাবি করেন।