জামালপুরের মেলান্দহে গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২১ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া ব্যাপারিপাড়া (খুলু পাড়া) থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আদবাড়িয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে শান্তাহার মিয়া (৬০) ও শান্তাহার মিয়ার ছেলে মমিনুর রহমান (৩৫)।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদুজ্জামানের দিকনির্দেশনায় ও পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আদবাড়িয়া গ্রামের খুলুপাড়ায় অভিযান পরিচালনা করে শান্তাহার মিয়া ও তার ছেলে মমিনুর ইসলামকে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদুজ্জামান বলেন, গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।