নিউজ ডেস্ক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠান রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে ২৮ শে ফেব্রুয়ারি বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলিয়েট ডিভিশনের সাবেক বিচারপতি জনাব মোঃ জয়নুল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির প্রফেসর ডক্টর এম এ সাত্তার, উপস্থিত ছিলেন ডঃ মোঃ হুসাইন আলম,প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্রিটিশ গ্যাজুয়েট কলেজ রক্লো,পোল্যান্ড। জনাব মোঃ অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান (শেরেবাংলার দৌহিত্র) এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ সৈয়দ মার্গুব মোর্শেদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত মহাসচিব মোঃ ছগীর আহম্মেদ সহ সংগঠনের কার্যনির্বাহী পর্ষদ,কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি ও বিভিন্ন জেলা জেলা সহ সারা দেশ থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনের অদ্যবদি পর্যন্ত সাংগঠনিক দক্ষতা,সাংবাদিকতায় বিশেষ অবদান,শিক্ষা ও সামাজিকতা,বিভিন্ন দুর্যোগ মোকাবেলা ও সারাদেশের সাংবাদিক পরিবারের সদস্যদের প্রয়োজনে রক্ত ডোনেট করা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।
এ সময় বিগত দিনে সংগঠনে বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা ও তরুণ সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সাবেক নির্বাহী সদস্য ও কেন্দ্র কমিটির সহকারী সম্পাদক জনপ্রিয় নিউজ পোর্টাল পাবনার সময় এর বিশেষ প্রতিবেদক ও দ্যা ডেইলি পাবনা ২৪ এর স্টাফ রিপোর্টার এর মো: সিয়াম সিকদার বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ মনোনিত হন। এবং অ্যাওয়ার্ড প্রদান করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান (শেরেবাংলার দৌহিত্র) এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
সংগঠনের বিষয়ে জানতে চাওয়া হলে পাবনার সময়ের বিশেষ প্রতিবেদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মোঃ সিয়াম সিকদার জানান – বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সংগঠনটি এমন একটি সংগঠন যে সংগঠনটি জন্ম লগ্ন থেকে আজ অব্দি সারাদেশে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের আশ্রয়স্থল হিসাবে ভূমিকা রেখেছে এবং কাজ করছে । এই সংগঠনটি বিগত দিনে বিভিন্ন সময়ে দুর্যোগ মোকাবেলায় ভূমিকা,এাণ বিতরণ, কুরআন প্রতিযোগিতা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের বিপদে মানববন্ধন সহ সাংবাদিক পরিবার সদস্যদের জন্য রক্ত ডোনেট করে আসছে। এসব কর্মকান্ডের জন্য আমি মনে করি এই সংগঠনটি একটি নিঃস্বার্থবাদী সংগঠন। এবং আমি এই সংগঠনের একজন গর্বিত সহযোদ্ধা হিসাবে গর্ববোধ করি এবং সংগঠন হতে যে প্রাপ্তি সম্মান ও অর্জন এগুলো আমার আগামী দিনের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে বলে মনে করি।