মীর শাহাদাৎ হোসাইন:
আগামী ৬ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২৩শে মাঘ খাস আমিনপুর আঞ্জুমান ই কাদেরীয়া খানকাহ শরীফে ‘পীর ও মুর্শিদ পাক’ সৈয়েদেনা ওয়া ঈমামেনা ওয়া মওলানা ওয়া শায়খেনা হযরত সৈয়দ শাহ্ এরশাদ আলী আল ক্বাদেরী আল হাসানী আল হুসায়নী আল বাগদাদী সালাওয়াতুল্লাহে আলায়হে এঁর ঊরসে পাক অনুষ্ঠিত হতে চলেছে।’পীর ও মুর্শিদ পাক’ রসুলে পাক (সাল্লাল্লাহো আলায়হে ওয়া আলেহী ওয়াসাল্লাম) এর ৩৩তম এবং শাহেনশাহে বাগদাদ হুযুর গওসে আযম পাক (আঃ) এর ২০ তম বংশধর। ওনি ভক্তবৃন্দের নিকট ‘পীর ও মুর্শিদ পাক’ ও দাদা হুজুর পাক নামে পরিচিত ।
উল্লেখ্য যে, একই তারিখে, পাবনা জেলার খাস আমিনপুর খানকাহ শরীফ ছাড়াও, আঞ্জুমান ই কাদেরীয়া, সাগরকান্দি
আঞ্জুমান ই কাদেরীয়া, কোমরপুর আঞ্জুমান ই কাদেরীয়া, খানেবাড়ি মাসুমদিয়া,আঞ্জুমান ই কাদেরীয়া, মাসুমদিয়াতেও ঊরস পাক অনুষ্ঠিত হয় ।উরস পাকে দরবার পাকের আলেমগন, কুরআন ও হাদীসের আলোকে , আহলে বায়েত পাকের শানে ওয়াজ ফরমান।
উক্ত ঊরস পাক পরিচালনা করেন, সিলসিলা এ কাদেরিয়ার সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়া’সুব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাজিল্লাহুল আলী |