1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ শুটকিমহল নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন। - Barta24TV.com
সকাল ৬:২৩, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ শুটকিমহল নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন।

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫
  • 32 Time View

 

কক্সবাজার জেলা প্রতিনিধি – মো:ওসমান গনি(মির্জা)

বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ শুটকিমহল কক্সবাজারের নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন (সভাপতি) আ ক ম নেয়ামত উল্লাহ,(সহ-সভাপতি)মাহামুদুল করিম মাদু,সাধারণ সম্পাদক) জিয়াউর রহমান জিয়া,(কার্যকারী পরিষদ সদস্য)আবদুল মোনাফ,মোহাম্মদ উল্লাহ,নুরুল বশর,মোহাম্মদ নাসির,নুরুর হোসাইন,কাইছার।০১ জন সভাপতি ০১ জন সহসভাপতি ০১ জন সাধারণ সম্পাদক ও ০৬ জন কার্যকরী পরিষদের সদস্য সহ মোট ০৯ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২মার্চ ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।উক্ত নাজিরারটেক বহুমুখী সমবায় সমিতির মোট ভোটার ৫৯০জন।
কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে নাজিরারটেক সমুদ্র উপকূল। বেশির ভাগ মানুষ শুঁটকি উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। নাজিরাটেক উপকূলে গড়ে তোলা হয় ৭০০টির বেশি মহাল-যাকে বলা হয় দেশের সর্ববৃহৎ শুঁটকি উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতিবছর শুঁটকি উৎপাদন হয় ৩০০ কোটি টাকারও বেশি

Please Share This Post in Your Social Media

More News Of This Category