1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, মামলার তদন্তে পিবিআই - Barta24TV.com
সকাল ৮:১০, শুক্রবার, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, মামলার তদন্তে পিবিআই

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
  • 28 Time View

বার্তা ডেস্কঃ

প্রতারণার মাধ্যমে ১৭ জন নারীকে বিয়ে করার অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বরিশালের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে, যার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে ১৬ সেপ্টেম্বর বিকেলে এই আদেশ জারি করা হয়। তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একাধিক নারী তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অভিযোগ অনুযায়ী, ডিএফও কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় কর্মরত থাকার সময় ১৭টি বিয়ে করেছেন। তিনি সরকারি চাকরি, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা হওয়ার প্রলোভন ও সম্পত্তির লোভ দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করতেন। ভুক্তভোগী নারীরা দাবি করেন, বিয়ের পর তিনি যৌতুকের জন্য নির্যাতন করতেন। গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা তার বিচার দাবি করেন।

১৭টি বিয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্বপ্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রথম বিবাহ গোপন রেখে একের পর এক বিয়ে করে তিনি মুসলিম ফ্যামিলি আইনের লঙ্ঘন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী গুরুতর অপরাধ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত কবির হোসেন পাটোয়ারীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এর আগেও তিনি এমন অভিযোগের কারণে দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category