ইয়াছিন আলী খান দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত শনিবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের,পরিচালক (প্রচার ও সমন্বয় ) মুহা. শিপলু জামান। প্রধান অতিথি বলেন সচেতনতার প্রথম শর্তই হচ্ছে তথ্য সমৃদ্ধ হওয়া। মানুষ যখন তথ্য সমৃদ্ধ হবে তখনই কেবল সে তার অধিকার, দায়িত্ব-কর্তব্য ও করণীয় স¤পর্কে সচেতন হতে পারবে। জেলা তথ্য অফিস সমুহ সাধারণ জনগণকে তথ্য সমৃদ্ধ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, শিক্ষা ইত্যাদি বিষযে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার একটা বড় কারণ বাল্য বিবাহ। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও, গুজব, অপপ্রচার এবং সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্রবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক এবং অবিভাবক প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।