1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবিনা ইয়াসমিন মঞ্চে গান গাওয়ার সময়  অসুস্থ  - Barta24TV.com
দুপুর ১:১২, রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাবিনা ইয়াসমিন মঞ্চে গান গাওয়ার সময়  অসুস্থ 

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
  • 48 Time View

বিনোদন ডেস্কঃ

এক বছর পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা গাইলেনও। আমন্ত্রিত দর্শক–শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সাংবাদিকদের খবরটি জানান সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
জাহাঙ্গীর সাইদ বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।

‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর আজ আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে আজ শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।

আজ শনিবারের অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গাইবেন কি না, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘সাবিনা আপা আমাদের বলেছেন, তিনি গাইবেন। গাইতে তাঁর কোনো সমস্যা হবে না; কিন্তু মিউজিশিয়ান আর আয়োজকেরা জানিয়েছেন, আজকের অনুষ্ঠানে গাইবার দরকার নেই আপাতত। আপা আপাতত বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category