রামনগর মোল্লা বাড়ি মোঃ রমজান মোল্লার বাড়িতে ৫৩ তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে।
ফরিদপুর প্রতিনিধি,জাকির হোসেনঃ
ফরিদপুর জেলার, নগরকান্দা উপজেলার, রামনগর ইউনিয়ন, রামনগর মোল্লা বাড়ি, রমজান মোল্লার বাড়িতে তিন দিনব্যাপী বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে।
৭ তারিখ বুধবার হইতে ৯ তারিখ শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে ওরশ মোবারক। ওরশ উপলক্ষে পালাগানের ব্যবস্থা রয়েছে। প্রথম দিন ৭ তারিখ রোজ বুধবার পালা গান গাইবেন কালাম দেওয়ান ফরিদপুর,তার বিপক্ষে গান গাইবেন রজব ভান্ডার, ফরিদপুর।
৮ তারিখ বৃহস্পতিবার পালা গান গাইবেন জালাল সরকার সিংগাইর মানিকগঞ্জ, তার বিপক্ষে গান গাইবেন মানিক দেওয়ান ঢাকা, যাত্রাবাড়ী।
অতিথিদের জন্য প্রতিদিন ওরস উপলক্ষে তবারকের ব্যবস্থা রয়েছে।