1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগন্জে আর্জেন্টিনা ফুটবল সমর্থদের ব্যাতিক্রমি আয়োজন - Barta24TV.com
দুপুর ১:০৯, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগন্জে আর্জেন্টিনা ফুটবল সমর্থদের ব্যাতিক্রমি আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৩, ২০২২
  • 486 Time View

মানিকগন্জে আর্জেন্টিনা ফুটবল সমর্থদের ব্যাতিক্রমি আয়োজন।

জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ

বিশ্বকাপে জনপ্রিয় দল আর্জেন্টিনা ফুটবল দলের ৬০ ফুট লম্বা পতাকা নিয়ে লিওনেল মেসির দলকে শুভ কামনা ও ভালোবাসা জানিয়ে আনন্দ মিছিল করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ৪ ঘটিকায় সদর উপজেলার পোররা এ্রলাকা থেকে সাদা-আকাশী মিশ্রিত জার্সি গায়ে নিজ দেশ ও আর্জেন্টিনার পতাকা হাতে, গানের তালে তালে নেচে গেয়ে র্বণাঢ্য এই র‌্যালীটি করেন মানিকগঞ্জ সমর্থকেরা। এ সময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিকগঞ্জ শহর।

আর্জেন্টিনা দল মানিকগঞ্জ বাসির কাছে সবচাইতে ফেবারিট দল। সে কারণে আজ বণাঢ্য র‌্যালীতে অংশ নিতে সকালে থেকে সমর্থকেরা একে অপরের সাথে যোগাযোগ করে শহরের পোররা এলাকায় জর হয়। এর পর বিকেল সাড়ে ৪টার দিকে সাউন সিস্টেমের সাথে নেচে গেয়ে মেসি, আর্জেন্টিনা স্লোগান দিয়ে পুরো শহর মুখরিত করে তুলেন।
কয়েকজন সমর্থকদের কাছে আর্জেন্টিনা দলে আবস্থা জানতে চাইলে তারা অভিযোগ বার্তা কে বলেন, এবার বিশ্বকাপের লিওনেল মেসির আর্জেন্টিনা দল সবার থেকে সেরা। আশা করি ফাইনালে জিতে কাতার থেকে মেসির হাতেই বিশ্বকাপ নিবেন এই বছর আর্জেন্টিনা।
এসময় উপস্থিত ছিলেন, আর্জেন্টিনার সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category