1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন দাখিল। - Barta24TV.com
ভোর ৫:২৪, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন দাখিল।

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২
  • 340 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী বজলুল হক খান রিপন। ৭টি সাধারণ আসনে সদস্য পদে মনেনয়ন জমা দিয়েছেন ২৩ জন। ১নং আসন- দৌলতপুর উপজেলায় এম মাইনুল ইসলাম, সফিকুল ইসলাম, ফরিদ আহাম্মেদ ও আমিনুর রহমান, ২নং আসন-ঘিওর উপজেলায় মাহবুবুর রহমান জনি, অ্যাডভোকেট রওশন আলম ও খন্দকার আব্দুল মতিন, ৩নং আসন-শিবালয় উপজেলায় আব্দুল কুদ্দুস ও ফারুক খান, ৪নং আসন- সাটুরিয়া উপজেলায় আমজাদ হোসেন লাল মিয়া, রাজ্জাক হোসাইন রাজ ও আলিয়ার হোসেন, ৫নং আসন-মানিকগঞ্জ সদর উপজেলায় শামীম মিয়া ও আবুল বাশার, ৬নং আসন-হরিরামপুর উপজেলায় হায়দায় আলী তারেক, দেওয়ান আব্দুর রউফ, বিল্লাল হোসেন ও কাউছার হোসেন, ৭নং আসন-সিংগাইর উপজেলায় আব্দুল আলীম, লুৎফর রহমান, মীর কায়ছার আহাম্মেদ, তমিজ উদ্দিন ও জাহিদ খান, সংরক্ষিত-১ আসন-ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় নাজমা আক্তার, জ্যোৎস্না শিকদার, কাজী ফরিদা ইয়াসমিন ও উম্মে সালমা খানম, সংরক্ষিত-২ আসন-মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় রেশমী বেগম, নার্গিস আক্তার, শাহীন আফরোজ, মমতাজ আক্তার, রোজিনা আক্তার রীমা ও আঁখি আক্তার, সংরক্ষিত-৩ আসন-হরিরামপুর, সিংগাইর ও মানিকগঞ্জ সদর উপজেলার একাংশে মনোনয়ন জমা দিয়েছেন শামীমা আক্তার চায়না, এফ এম রিপন আক্তার ফজলু, সালেহা জাহান ও শোভা রহমান। জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন, তারা দুজনই জমা দিয়েছেন। সাধারণ আসনে ২৮জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ২৩জন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত তিনটি আসনে ১৪জন মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন। তাদের সবাই জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিনধার্য্য রয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬৫টি ইউনিয়ন পরিষদ, ৭টি উপজেলা পরিষদ ও ২টি পৌরসভার নির্বাচিত ৮৮৯জন জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান, ৭টি সাধারণ আসনে ৭জন সদস্য ও ৩টি সংরক্ষিত আসনে ৩জন সদস্য নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category