জামাল খান, জেলা প্রতিনিধি
চারদিকে নদী বেষ্টিত দ্বীপজেলা ভোলার অন্যতম বড় সম্পদ হলো মৎস্য সম্পদ।আর সেই মৎস্য সম্পদ আহরনে প্রতিনিয়ত চলছে আইনের লঙ্ঘন বা অনিয়ম।আর সেই অনিয়ম রোধ করার জন্য সরকার বিভিন্ন সময় মাছ ধরার অবরোধ দিলেও অসাধু ব্যাবসায়িরা তাদের অনিয়ম গুলো সর্বদাই চালিয়ে যাওয়ার পায়তারায় ব্যস্ত থাকে।তাই সেসব অসাধু ব্যাবসায়িদের দৌরাত্ব কমানোর লক্ষে ভোলা জেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫(নভেম্বর)রোজ শুক্রবার সকাল থেকে মদনপুর এবং হাজিপুর সংলগ্ন মেঘনা নদী থেকে তিনটি খুটিসহ চরঘেরা জাল, একটি ঘন ফাঁসের মিনি পাইজাল, একটি ঘন ফাঁসের কোনা জাল কেটে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড একটি টিমের সহায়তায় সকাল থেকে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর দৌলতখান।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন বলেন,এসব অবৈধ জালে জাটকা, পোয়া এবং পাঙ্গাসের পোনা ধ্বংস হয়, অবৈধ জাল ব্যবহারের একটি সিন্ডিকেট বিভিন্নভাবে এসব অবৈধ জাল প্রতিরোধে বাধা প্রদান করলেও মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল প্রতিরোধে উপজেলা মৎস্য দপ্তর দৌলতখান কঠোর অবস্থানে এবং অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।