কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে বসতঘরের ৫টি রুমে থাকা দামি বিভিন্ন জিনিসপত্রসহ পাট, ধান ও ভুট্টা পুড়ে গেছে।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউপির কোদালিয়া পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (১৫ অক্টোবর) ভোর রাতে ভেড়ামারা উপজেলার কোদালিয়াপাড়া গ্রামের মৃত তৈয়জদ্দীনের ছেলে আব্দুল মজিদ ও হাবিবের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির পাশের লোক সিয়াম, মিন্টু ও কাবের আলী ভোর ৫টার দিকে হঠাৎ দেখতে পায় আকাশে কালো ধোঁয়া বিজলি চমকাচ্ছে। তারা বাইরে এসে দেখেন পাশের বাড়ির আব্দুল মজিদ ও হাবিবের বসতবাড়ি দাউ দাউ করে জ্বলছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিক সাবেক কৃষিব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, প্রতিবেশীর চিৎকারে হঠাৎ ঘুম ভেঙে যায়। আমার শরীরে আগুনের তাপ অনুভব করতে পারি। দেখতে পাই পাশের কক্ষে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাড়ির চর্তুদিকে ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে থাকা স্ত্রী ও ছেলে আবু নাসেরকে দ্রুত উদ্ধার করলে তারা প্রাণে রক্ষা পায়। হতভম্ব হয়ে নীরবে দাঁড়িয়ে দেখা ছাড়া আমার কিছুই করার ছিল না।
ক্ষতিগ্রস্ত এলজিইডি কর্মকর্তা হাবিব জানান, ঘরে থাকা নগদ টাকা, পাট, ধান, ভুট্টা, টিভি, ফ্রিজ ও দামি আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা ।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, রোববার ভোর পৌনে ৬টার দিকে মোবাইলের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরির্দশন করেছেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু ও চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন।