1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভুটানের বিরুদ্ধে ১-০ গোলে জয় - Barta24TV.com
সকাল ৮:৩৬, সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভুটানের বিরুদ্ধে ১-০ গোলে জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪
  • 42 Time View

স্পোর্টস ডেক্সঃ
আজ ভুটানের বিরুদ্ধে ১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।ম্যাচে বাংলাদেশের সেরা মুহূর্ত বলতে মোরছালিনের ওই গোলটিই। বাকি সময় বাংলাদেশ এক-দুটির বেশি সুযোগ তৈরি করতে পারেনি। অবশ্য কন্ডিশনের অনভ্যস্ততা ফুটে উঠেছে দলের খেলায়। রাকিব, মোরছালিন, ফয়সাল আহমেদ ফাহিমরা ভুটানের রক্ষণকে সেভাবে আতঙ্কে ফেলতে পারেননি। উল্টো ভুটান দলই বলের দখল নিজেদের পায়ে রেখে বারবার আক্রমণে উঠেছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা আক্রমণগুলোকে কাজে লাগাতে পারেনি।

জামাল ভূঁইয়া আজ প্রথম একাদশে ছিলেন না। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর তাঁকে নামানো হয়। দ্বিতীয়ার্ধে শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুলদের নামিয়ে ওপরের দিকে বলের দখল বাড়িয়েছিল বাংলাদেশ। বেশ কিছু কর্নারও আদায় করা গিয়েছিল। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমন একটি সুযোগ নষ্ট করেন। রাব্বি হোসেন রাহুলের একটি দারুণ শট ভুটানের গোলকিপার কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

 

উচ্চতার কারণে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ফুটবলাররা যে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেটি তাঁদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল। কোচ কাবরেরা আজ কৌশলই সাজিয়েছিলেন ভুটানের উচ্চতার কথা চিন্তা করে। সে কারণে ৬ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রবণতা ছিল ধীরেসুস্থে খেলা। দ্রুত ক্লান্ত হয়ে পড়ার শঙ্কা থেকেই ছিল এমন কৌশল। শেষ পর্যন্ত আগ্রগামীতা ধরে রেখে ম্যাচটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ।

আগামী ৮ সেপ্টেম্বর একই মাঠে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category