মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সৌয়া ২ কেজি গাঁজা ও ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর সামশুল হক ওরফে মফিজুল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চাকদাহ গ্রামের মরহুম তসির উদ্দীনের ছেলে মাদক ব্যবসায়ী সামশুল হক ওরফে মফিজুল ঠুমনিয়া দিঘীরপাড় গ্রামের মরহুম আব্দুল মুন্নার ছেলে মাদক ব্যবসায়ী ফজলে হক ওরফে হজলার এর বাড়ীতে মাদক কিনতে যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল আলম, আবুল বাসার, মোমিনুল হক ও আবুল হাসেম এবং তাদের সঙ্গীয় ফোসসহ ঠুমনিয়া দিঘীরপাড় গ্রামের মাদক ব্যবসায়ী ফজলে হক ওরফে হজলার এর বাড়ীতে অভিযান চালিয়ে মাদক কারবারি সামসুল হকের হাতে ব্যাগে থাকা ১ কেজি গাজা ও তার সাথে থাকা মাদক কেনার ৪৫ হাজার ৫শ’ টাকা উদ্ধারের পর তাকে আটক করে। পরে মাদক ব্যবসায়ী ফজলে হক ওরফে হজলার শয়ন ঘরে তল্লাশী করে খাটের নিচে থাকা আরো ১ কেজি ২ শ’ ৪০ গ্রাম গাজা ও ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফজলে হক ওরফে হজলার পালিয়ে যায়। পুলিশ একই সময় মোট সৌয়া ২ কেজি গাঁজা ও ২৬ বোতল ফেন্সিডিল ও উদ্ধার করে। এঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। এব্যপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, মাদকদব্য নির্মূলে সব ধরনের অভিযান অব্যাহত থাকবে