1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৬০০ ফিটের সিসি ডালাই রাস্তার কাজ সমপূর্ন করলেন- ইঞ্জি: মাসুম - Barta24TV.com
দুপুর ১২:৫৮, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৬০০ ফিটের সিসি ডালাই রাস্তার কাজ সমপূর্ন করলেন- ইঞ্জি: মাসুম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২
  • 343 Time View

আবু নাঈম ,সোনারগাঁ প্রতিনিধি। সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ৬০০ ফিটের সিসি ডালাই রাস্তার কাজ সমপুর্ন করলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ,চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ, ৬ সেপ্টেম্বর গন মাধ্যমকে ইঞ্জিনিয়ার মাসূদুর রহমান মাসুম বলেন জননেএী শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁ তথা পিরোজপুর ইউনিয়নকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে উন্নয়নের বিকল্প নাই এই উননয়ন ধারা সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ জৈনপুর গ্রামের হাজী শহিদুল্লা মিয়ার বাড়ি হতে জৈনপুর হযরত আলী মিয়ার বাড়ি পর্যন্ত ৬০০ ফিটের সি সি ডালাই এর কাজ সম্পূর্ণ করা হয়। ৫নং ওযার্ড বাসির পক্ষ থেকে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category