পাবনা প্রতিনিধিঃ পাবনায় আগামী ৭ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছের প্রজনন মৌসুম। এ সময় দেশের অন্যান্য নদনদীর ন্যায় পাবনা সুজানগর সংলগ্ন পদ্মা নদীতেও ইলিশ মাছ শিকার বন্ধ থাকবে। এ উপলক্ষে গত বুধবার উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। বক্তারা ইলিশ মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী হতে কোন মৎস্যজীবী বা মৎস্য শিকারী ইলিশ মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।