মীর শাহাদাৎ হোসাইন, পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনায় ১০ গ্রাম হেরোইন সহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। এস আই ডেভিড হিমাদ্রী বর্মা, পাবনা থানা, পাবনা বিট অফিসার, বিট নং-০১, পাবনা থানা, পাবনা কিলো-৩ ডিউটি করাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৭/২০২২ তারিখ সকাল ১৩ঃ ০৫ ঘটিকার সময় পাবনা থানাধীন হিমাইতপুর ইউনিয়নের চর সাধুপাড়া ঝুটপট্টি সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ মোজাম্মেল শেখ (৫৪) পিং- মৃত আব্বাস শেখ এর উত্তর দুয়ারী টিনসেড শয়ন ঘর হতে উক্ত মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল শেখ সহ অপর আসামী ২। মোঃ মনজিল শেখ (৫০), পিং – মৃত আব্দুল হাকিম, মাতা- মোছাঃ ঝরিমন বেওয়া, সাং – সাধুপাড়া ( তিন বটতলা মোড়ের পাশে), ৩। মোঃ আসলাম শেখ ( ৪৫) পিং – মৃত মোকসেদ আলী, সাং – চর সাধুপাড়া, ৪। মোঃ রাসেল হোসেন (২৭) পিং – মোঃ চাঁদ আলী সাং – চর সাধুপাড়া সর্ব থানা ও জেলা – পাবনা দ্বয়ের নিকট হতে পৃথক পৃথক চারটি সাদা কাগজের প্যাকেটে সাদা পলিথিন ভিতরে সাদা কাগজ দ্বারা মোড়ানো সাদা কাগজে পুরিয়া ১০২ (একশত দুই ) পুরিয়া ১০.২ ( দশ দশমিক দুই ) গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।