রাসেল রানা
জামালপুর
সদর উপজেলার নরুন্দিতে আজ সন্ধা আনুমানিক ৬:৩০ মিনিট এর সময়।রানাগাছা কানিল থেকে পাঁচ বন্ধু ঘুরতে আসে। ব্রহ্মপুত্র নদীর পাড়ে।
তারা ৫ জন মিলে ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়া গুরা ফেরা করে। কোচনধরা চেয়ারম্যান বাড়ী ঘাটের আশে পাশে।
এক সময় নৌকা টার একটা ফুটা দেখা দেয়। সেই খান দিয়ে পানি উঠতে থাকে।তখন পানি দেখতে পেয়ে। বালু উত্তোলন এর মোটা লোহার পাইপে অবস্থান নেই।
তখন চার দিকে অন্ধকারে ছেয়ে যায়। আশপাশের কোন লোক না থাকায়। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে ।
এবং মোবাইল এর ফ্লাশ লাইট দিয়ে। সিগন্যাল দিতে থাকে। কিছু ক্ষন পর একটি মাঝি ছোট নৌকা নিয়া আসে।
তখন ৪ জন নৌকায় উঠে পড়ে।কিন্তু মো: ফাহিম(২২) পানিতে পড়ে যায়।
।অনেক চেষ্টা করার পর ও নৌকায় উঠতে পারে নাই। সাথে সাথে পানির নিচে ডুবে যায়।
তার পর বিষয় টি জামালপুর সদর ফায়ার ষ্টেশন এ অবহিত করা হয়। তার পর জামালপুর থেকে একটি ইউনিট আসে।
তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
তার নরুন্দির তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ। মো: তোফাজ্জল হোসেন। এবং এস আই মো: মজিবর হোসেন / নজরুল ইসলাম এবং স্বর্গীয় সকল ফোর্স।
সরেজমিন পরিদর্শন করেন। এবং সকল তথ্য সংগ্রহ করে।।
রাত ১১ টা পর্যন্ত। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ ফাহিমকে খুঁজে পাওয়া যায়নি।
ডুবুরি সাথে কথা বলে জানা যায়!
আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। নদীর পানি ঘোলা থাকাই। খুঁজতে একটু সময় লাগতেছে।
আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব।
সার্চ লাইট না থাকায় আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়ছে।।আগামীকাল ভোর ৫ টার দিকে উদ্ধার অভিযান শুরু হবে।।