1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরলো - Barta24TV.com
সকাল ১১:৫৫, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
  • 46 Time View

হরিরামপুর থেকেঃ আবু জাফর

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে মৎস্য শিকারী শুকুর আলী।তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মায় মাছ ধরতে যান। মধ্যরাতে জাল তুলতেই বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বোয়ালটি। পরে শুক্রবার সকালে আড়তে নিয়ে এসে মেপে দেখা যায় মাছটির ওজন ১১ কেজি।আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী অভিযোগ বার্তা’কে বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। পরে হাকডাকে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি আমি কিনেছি।

তিনি বলেন,পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝেই বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। বৃহস্পতিবার রাতেও একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category