

বার্তা ডেস্কঃ
ঢাকা বিভাগের মাবিকগন্জ জেলা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় নিউজ পোর্টাল দৈনিক অভিযোগ বার্তা’র এর পক্ষ থেকে আজ ৩০ আগস্ট ২০২৫, সোমবার সিলেট বিভাগের ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক লাকী
তিনি দীর্ঘদিন ধরে যুগ-যুগান্তর পএিকার সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে স্থানীয় সমস্যা, উন্নয়নমূলক কার্যক্রম এবং সামাজিক ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। সততা ও পেশাদারিত্বের কারণে তিনি পাঠক ও সহকর্মীদের মধ্যে প্রশংসিত।
এসময় দৈবিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ বলেন আমি আশা প্রকাশ করেছে, আমাদের নতুন ব্যুরো প্রধান হিসেবে হিসেবে সিলেট বিভাগের সংবাদ পরিবেশনা আরও সমৃদ্ধ, নির্ভুল ও পাঠকবান্ধব হবে।এ সময় তিনি আরও বলেন সাংবাদিক লাকী এখন থেকে আরও বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশে আরও মনোযোগী হবে তিনি দৈনিক অভিযোগ বার্তা পরিবার পক্ষ থেকে সাংবাদিক লাকী’কে অভিনন্দন ও শুভকামনা জানান।