1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে ইউএনও আব্দুল করিমের জোড়ালো ভূমিকায় পুকুর খনন বন্ধ! - Barta24TV.com
রাত ৮:৫১, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে ইউএনও আব্দুল করিমের জোড়ালো ভূমিকায় পুকুর খনন বন্ধ!

রাজু আহমেদ,রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩
  • 160 Time View

রাজু আহমেদ, রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আব্দুল করিমের ফসলী জমি রক্ষায় লাগাতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ পুকুর খনন বন্ধ হয়ে পেয়েছে। মুখ থুবড়ে পড়েছে সিন্ডিকেট চক্র, একে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।

জানাযায় ইউএনও আব্দুল করিম যোগদানের পর থেকে পুকুর খনন বিষয়ে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কাজ শুরু করেন। বিভিন্ন সভা করে কৃষকদের মাঝে সচেতনতা তৈরি করেন। আমাদের খাদ্য নিরাপত্তা রক্ষায় ৩ ফসলী জমির গুরুত্ব ব্যক্ত করেন। এছাড়াও দালাল নির্মূলে যার কথা সে বলবে, তদবির মুক্ত অফিস ঘোষণা করেন। তিনি উপজেলা বিভিন্ন এলাকায় ফসলী জমি রক্ষায় ব্যাপক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, মাটি খননকারী এস্কেভেটর মেশিন ( ভেকু) জব্দ, অকেজো ও ব্যাটারী জব্দ করে চলেছেন। খাননের সাথে জড়িত ব্যক্তিদের জেল জরিমানা করেছেন নিয়মিত। তার লাগাতার অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ হয়ে পড়েছে।

কৃষক মজিবর রহমান জানান, পুকুর খননের ফলে মাঠে জলবদ্ধতা সৃষ্টি হয় ফসলের ব্যাপক ক্ষতি হয়। বর্তমান প্রশাসনের জোড়ালো ভূমিকায় পুকুর খনন বন্ধ হয়েছে। এটি খুবই ভালো উদ্যোগ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম জানান,“কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন” আমাদের মেনে চলতে হবে। সচেতনতা তৈরির মাধ্যমে কৃষকদের চাষাবাদে উদ্ভুদ্ধ করতে হবে। কৃষি কাজ ছেড়ে তারাও একদিন কর্মহীন হয়ে উপড়ে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই ফসলী ভূমি রক্ষায় সকলের সচেতনতার বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category