1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দীর্ঘদিন ধরে চলছেনা মাদারগঞ্জ বালিজুড়ি বাজারের কাঁচা বাজার।। - Barta24TV.com
দুপুর ১:১৮, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন ধরে চলছেনা মাদারগঞ্জ বালিজুড়ি বাজারের কাঁচা বাজার।।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৭, ২০২৩
  • 233 Time View

সালেক নিক্সন জেলা প্রতিনিধি দৈনিক অভিযোগ বার্তা।। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পৌরসভার ভিতরে অবস্থিত বালিজুড়ি বাজারের কাঁচা বাজার বহুদিন ধরে অব্যহৃত হয়ে পরে আছে। পূর্বে কাঁচা বাজারটিতে মাছ, মাংস ও তরিতরকারি বিক্রি হোত টিনের চালা ও ছাপড়া ঘরে। জনদূর্ভোগের কথা ভেবে মানুষের কল্যাণে উক্ত পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় জনাব মির্জা কবীর উক্ত কাঁচা বাজারটিকে ছাদ সহ পাকা ভিটি করে দেবার পদক্ষেপ গ্রহন করেন যা নিঃসন্দেহে জনকল্যাণ মূলক ও প্রশংসনীয় কাজ। No description available.তারই উদ্দেশ্যে সাময়িক ভাবে বাজারের পশ্চিম পার্শ্বে হাইস্কুল রোডে সরানো হয়েছে কাঁচা বাজারটি। সেখানেও আংশিক উম্মুক্ত ও খোলা বাজারে বৈরী আবহাওয়ায় বিভিন্ন প্রতিকূল পরিবেশে কেনাকাটা করতে হচ্ছে জনগনকে। ক্রেতাদের সংগে তীব্র তাপ দাহ কিম্বা আষাঢ়ে বাদলা সবই উপেক্ষা করে চলতে হচ্ছে বিক্রেতাদেরও। এদিকে নির্মাণাধীন পাকা ভিত্তি সম্পন্ন ছাদ ঢালাইকৃত শেড টি চালু হচ্ছে না দীর্ঘদিন ধরে। এতেকরে দূর্ভোগ পোহানো ছাড়াও অধির আগ্রহে দিনাতিপাত করছে কাছের ও দূরদূরান্ত থেকে আগত ক্রেতারা ও দোকানীরা। স্থানীয় মানুষদের সকলেই প্রশাসনকে অবহিত করার মাধ্যমে চাচ্ছে যেকোন সমস্যার উত্তরণ ঘটিয়ে দ্রুত পৌরসভার কেন্দ্র বিন্দুতে অবস্থিত বালিজুড়ি বাজারের কাঁচা বাজারটিকে চালু করার ব্যাবস্থা নিতে। বাজারটি চালু হলে জনগনের ভোগ্য পন্ন ক্রয়বিক্রয় জনিত সমস্যার সমাধান ছাড়াও ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন প্রকার বৈরী আবহাওয়ায় নিরাপদ অবস্থান গ্রহণ এবং বাজারের সৌন্দর্য বৃদ্ধিতেও ভুমিকা রাখবে বলে সকলের অভিমত। এ উপলক্ষে অনতি বিলম্বে কাঁচা বাজারটি চালু করার আবেদন জনগনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category