1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ের মেয়েকে বিয়ে করা সেই ইতালির নাগরিক পালাল ৩ সেপ্টেম্বর ২০২২ - Barta24TV.com
ভোর ৫:০৭, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের মেয়েকে বিয়ে করা সেই ইতালির নাগরিক পালাল ৩ সেপ্টেম্বর ২০২২

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২
  • 302 Time View

 মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের মেয়েকে বিয়ে করে ইতালির নাগরিক আলী সান্দ্র্রো ও বাংলাদেশি মেয়ে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চাড়োলের খোকোবাড়ি গ্রামে বাংলাদেশি এক মেয়েকে গত জুলাই মাসে বিয়ে করেছিলেন ইতালির নাগরিক আলী সান্দ্র্রো চিয়ারোমিন্ডে। বিয়ের কিছুদিন পর নবনিবাহিত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য ভিসা নিয়ে আসার কথা বলে ইতালি ফিরে যান আলী সান্দ্রো। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন ইতালির ওই নাগরিক। এদিকে, ইতালি ফিরে গিয়ে বাংলাদেশি নববিবাহিত এ স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করায় মেয়ের পরিবারে চলছে হতাশা। ইতালিতে ওই নাগরিক তার স্ত্রী ও সন্তান রেখে পরিবারকে না জানিয়ে বাংলাদেশে এসে বিয়ে করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ইতালির নাগরিক ইতালির বুস্তো গারল্ফো এলাকায় বসবাস করেন। সেখানে তার বাড়িতে রয়েছে স্ত্রী ও ১০ বছরের একটি ছেলেসন্তান। আলী সান্দ্র্রো পরিবারের কাউকে না জানিয়ে বাংলাদেশি তার এক সহকর্মীর সঙ্গে বাংলাদেশে আসেন। পরিবারের লোকজনকে বলেছে কাজের জন্য তাকে কিছুদিন অন্য এক শহরে গিয়ে থাকতে হবে। কিছুদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, তিনি বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাতিজিকে বিয়ে করেছেন। পরে সেই নাগরিক ইতালিতে ফিরে গেলে তার পরিবার বাংলাদেশের মেয়েকে বিয়ের কথা জানতে চাইলে প্রথমে সে অস্বীকার করলেও পরে জানায় মেয়ের পরিবার মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাকে মোটা অঙ্কের টাকা দিবে। আরও জানা যায় এ ঘটনায় তার আগের স্ত্রী ছেলেকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে গেছে। সেই নাগরিকের আগের স্ত্রীর ভাই সামাজিক যোগাযোগ ভগ্নিপতির একটি ভিডিও দেখে বুঝতে না পেরে ইতালি প্রবাসী বাংলাদেশীর কাছে ঘটনার সত্যতা জানতে পারেন। এ বিষয়ে জানতে ইতালি নাগরিকের সঙ্গে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে ইতালিতে তার স্ত্রী এবং সন্তান রয়েছে সেটা নিশ্চিত করেছেন তার পরিচিত অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category