1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কেউ কারো ধর্মীয় অনুভূতিতে, আঘাত করতে পারবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - Barta24TV.com
রাত ১২:২৭, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেউ কারো ধর্মীয় অনুভূতিতে, আঘাত করতে পারবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৫, ২০২২
  • 574 Time View

নিউজ ডেক্সঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশবাসীকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে; এমন কিছু বলা থেকে এবং যে কোনো, ধর্মের বিরুদ্ধে যায়;এমন কোনো ঘটনাকে বড় করে দেখানো থেকে– বিরত থাকার আহ্বান জানিয়ে, এই ব্যাপারে সরকারের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থাগুলোর দিকে নজর দিতে বলেছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে আজ দেশের, হিন্দু সম্প্রদায়েরর সদস্যদের সঙ্গে; শুভেচ্ছা বিনিময়কালে — প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে, ভার্চুয়ালি এই কর্মসূচিতে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশের কোনো এলাকায় সংঘটিত কোনো ঘটনাকে বড় করে দেখাবেন না, বরং আপনাদের সবার কাছে আমার অনুরোধ ওই ঘটনার বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থার দিকে নজর দিন।

তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে,
সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,
আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইব এবং আশা করি আপনারা সহযোগিতা করবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সর্বদা দেশের; অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষ চরিত্রকে, সমুন্নত রাখার চেষ্টা করছে এবং তা বজায় রেখে; সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category