1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Barta24TV.com
দুপুর ১২:৪৯, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১, ২০২২
  • 340 Time View

ফরিদপুর প্রতিনিধিঃ

জাকির হোসেন

কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব আয়োজিত আট দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব আয়োজিত, মোশাররফ হোসেন রাশেদ পরিচালিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাহাদাব আকবর চৌধুরী (লাবু), মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সুযোগ্য পূত্র এবং রাজনৈতিক প্রতিনিধি।

মোঃ মনিরুজ্জামান সরদার-চেয়ারম্যান, উপজেলা পরিষদ নগরকান্দা,মোঃ শফিউদ্দিন- মাননীয় সংসদ উপনেতার একান্ত সচিব,চৌধুরী মারুফ হোসেন বকুল- সিনিয়র সহ-সভাপতি- বাংলাদেশ আওয়ামী লীগ-নগরকান্দা উপজেলা শাখা,মোঃ কাইমদ্দিন মন্ডল- চেয়ারম্যান- রামনগর ইউনিয়ন পরিষদ-নগরকান্দা।

খেলায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইউনুস মন্ডল, সভাপতি, কৃষ্ণার ডাঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কৃষ্ণার ডাঙ্গী স্পোর্টিং ক্লাব। সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন রাশেদ।

ফাইনাল খেলায় যে দুটি দল আংশগ্রহন করেন আলিয়াবাদ ফুটবল একাদশ বনাম ব্রাদার্স স্কোয়াড।

দুই দললের খেলোয়ার গন সুন্দর খেলা প্রদর্শন করেন। নির্ধারিত সময়ে আলিয়াবাদ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে ব্রাদাস স্কোয়াড হারায়।

দুটি গোল ই করেন বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড়। দলের হয়ে প্রথম গৌল করেন আকাসা এবং দ্বিতীয় গোল করেন সানোয়ার।

খেলায় প্রধান রেফরির দায়িত্ব পালন করেন। মোঃ সাইফ দোহা, সহকারী রেফারি ছিলেন আমির বিশ্বাস ও মোজাম্মেল হোসেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের বিদেশি খেলোয়াড় নাইজেরিয়ান সানোয়ার।

রানার্সআপ দলকে পুরস্কার দেওয়া হয় ট্রফি এবং ৩২” এলইডি টেলিভিশন।

চ্যাম্পিয়ন দলের পুরস্কার হিসেবে দেওয়া হয় ট্রফি এবং ফ্রিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category