1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিয়েতে যাওয়ার পথে দু পক্ষের সংঘর্ষে - আহত ২০জন - Barta24TV.com
সকাল ৮:১০, শুক্রবার, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়েতে যাওয়ার পথে দু পক্ষের সংঘর্ষে – আহত ২০জন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 88 Time View

বিয়েতে যাওয়ার পথে দু পক্ষের সংঘর্ষে আহত-২০ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে বিয়েতে পথে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি ও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার দুপর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে,রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আহমদের সাথে একই গ্রামের লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার মধ্যে গত শুক্রবার ইনডোরে ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে।রবিবার ছিল হাবিবুর রহমানের ছেলে আলা আমিন এর বিয়ের অনুষ্ঠান।পূর্ব বিরোধের জের ধরে বিয়েতে যাওয়ার সময় রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপি হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রুকনপুর গ্রামের মসকত উল্যার পুত্র হাবিবুর রহমান(৭৫) আব্দুল জলিলের পুত্র লিটন মিয়া(৩৫), মাসুক মিয়ার পুত্র আশিক মিয়া(৩৫) আসাদর আলীর পুত্র শহিদুল হক(৪৫) এবং অপর পক্ষের কছির মিয়ার পুত্র লক্ষন মিয়া (৪০)আয়না মিয়া (৫৫) হাবিব মিয়া(৩৫)তরু মিয়ার পুত্র আতাউর রহমান (৬৫)রইছ উল্যার পুত্র গনি মিয়া(৪৫)আরশদ উল্যার পুত্র রাশিদ উল্যা(৫৫)গৌছ উল্যার পুত্র আবুল হোসেন (৫০)গরুত্বর আহতসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীনগর থানার এস.আই মোফাজ্জল হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করা হয়েছে।মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে বিয়েতে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি ও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার দুপর দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকনপুর গ্রামে এই ঘটনা ঘটে।এই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে,রুকনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসান আহমদের সাথে একই গ্রামের লখন মিয়ার ছোট ভাই তাইদ মিয়ার মধ্যে গত শুক্রবার ইনডোরে ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটে।রবিবার ছিল হাবিবুর রহমানের ছেলে আলা আমিন এর বিয়ের অনুষ্ঠান।পূর্ব বিরোধের জের ধরে বিয়েতে যাওয়ার সময় রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপি হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রুকনপুর গ্রামের মসকত উল্যার পুত্র হাবিবুর রহমান(৭৫) আব্দুল জলিলের পুত্র লিটন মিয়া(৩৫), মাসুক মিয়ার পুত্র আশিক মিয়া(৩৫) আসাদর আলীর পুত্র শহিদুল হক(৪৫) এবং অপর পক্ষের কছির মিয়ার পুত্র লক্ষন মিয়া (৪০)আয়না মিয়া (৫৫) হাবিব মিয়া(৩৫)তরু মিয়ার পুত্র আতাউর রহমান (৬৫)রইছ উল্যার পুত্র গনি মিয়া(৪৫)আরশদ উল্যার পুত্র রাশিদ উল্যা(৫৫)গৌছ উল্যার পুত্র আবুল হোসেন (৫০)গরুত্বর আহতসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।ওসমানীনগর থানার এস.আই মোফাজ্জল হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করা হয়েছে।মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category