1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হাজী বারেক হত্যার মূল আসামী ৪০ মিনিটেই গ্রেফতার - Barta24TV.com
বিকাল ৫:০৩, সোমবার, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাজী বারেক হত্যার মূল আসামী ৪০ মিনিটেই গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৩, ২০২২
  • 814 Time View

 

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা এর নির্দেশে, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইনচার্জ (ওসি) – শাহ কামল আকন্দ এর দিকনির্দেশনায়, ময়মনসিংহে হাজী বারেক হত্যার মুল আসামীকে নগরীর মদের ডিপো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জুলু (৫০) কে হত্যার চল্লিশ মিনিটের মাঝে গ্রেফতার করেছে ১নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ – আনোয়ার হোসেন ও তার টিম।

জানাগেছে, শুক্রবার ২১ অক্টোবর (২০২২) সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড চর কালিবাড়ী এলাকায় আব্দুল বারেক (৬৩), পিতা মৃত হাছেন আলী ও মাতা মৃত ছালে বেগম তাঁর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশনের অদূরে রেললাইন সংলগ্ন পৈত্রিক জমি হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে, ছুরি দিয়ে ক্রমাগত ঘা মেরে রক্তাক্ত করে, আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও জখম রক্তাক্ত করে, ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়, পুলিশ হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ একজনকে গ্রেফতার করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category