মোহাম্মদ আলী,হরিরামপুর,( মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর ৫০ শষ্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী সময় না মেনেই মনখেয়ালী ডিউটি করেন কর্মরত অনেক ডাক্তারবৃন্দগন।সরোজমিনে গিয়ে দেখা যায়, সরকারী ঘোষিত নিয়মানুযায়ী সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত সকল সরকারী অধিদপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হলেও বিপরীতে উল্টা নিয়মে মনখেয়ালী মতো ডিউটি করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু কর্মরত ডাক্তারবৃন্দগন। স্থানীয়সূত্রে জানা যায়, সকালে অনেক জরুরী রোগী সময় মতো এসে চিকিৎসা সেবা না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।রাত করে জরুরী রোগী নিয়ে আসলে অনেক সময় দেখা যায়,ডাক্তারদের খুজে বের করা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এ্যাম্বুলেন্সও সময় মতো পাওয়া যায় না বলে অনেকেই মন্তব্য করেছেন।
এ বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকতা ডাঃ ইসরাত জাহানকে মুঠোফোনে বার বার ফোনে চেষ্টা করার পরও যোগাযোগ করা যায়নি।