1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সাপের কামড়ে করনীয়, শীর্ষক আলোচনা সভা। - Barta24TV.com
বিকাল ৪:৫২, সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সাপের কামড়ে করনীয়, শীর্ষক আলোচনা সভা।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৬, ২০২২
  • 348 Time View
সানজিদ মাহমুদ সুজন, জেলা প্রতিনিধি শরীয়তপুর।

অদ্য ১৬/০৫/২০২২ ইং, রোজ সোমবার, বিকাল ৩ ঘটিকায়,শরীয়তপুরের, জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নাজিম উদ্দিন আহমেদ( মেডিকেল টেকনোলজিস্ট,ইপিআই) এর পরিচালনায়, জাজিরা উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ মাহামুদুল হাসানের সভাপতিত্বে,, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ এবং সর্প দংশন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ডাঃ মাহামুদুল হাসান অভিযোগ বার্তা ও জাজিরা প্রেসক্লাবের সদস্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ কারি সকলের উদ্দেশ্যে বলেন, ছেলেদের প্রবল সখের কারনে আমরা যারা অভিভাবক আছি ১৮ এর কম বয়সীদের যাতে কোন ভাবেই মটরযান ক্রয় করে না দেই, এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মটরযান চালনা না করি।তিনি আরো বলেন সাপে দংশন করলে ওঝা এর কাছে না গিয়ে, হালকা গিরো এর মাধ্যমে দংশন করা স্থানের উপরের দিকে বেধে দ্রুত জাজিরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।এখানে পর্যাপ্ত পরিমানে টিকা রয়েছে। এসময় আরো বক্তব্য রাখেন,জাজিরা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক), সাধারন সম্পাদক সি এম এনামুল হক(প্রধান শিক্ষক)। আরো উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার কাউন্সিলর জনাব রতন ব্যাপারি,ইলিয়াস হোসেন মাদবর সহ বেশ কিছু কাউন্সিলর। আরো উপস্থিত ছিলেন আওয়ামিলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category