1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সোনারগাঁয়ে একটি জমি রেজিস্ট্রেশনে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা - Barta24TV.com
রাত ৯:১০, শুক্রবার, ২২শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে একটি জমি রেজিস্ট্রেশনে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২
  • 258 Time View

 স্টাফ রিপোর্টার, সোনারগাঁ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি রেজিস্ট্রেশনের প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে সাব- রেজিস্টার অফিসে কর ফাঁকি দেওয়ার সংবাদ সংগ্রহের সময় রেজিস্টার অফিসে সংবাদ কর্মীদের সাথে অসাধু আচরণ সহ তুচ্ছ তাচ্ছিল্য করে সংবাদ সংগ্রহের বাধা সহ নানান অশালীন ভাষায় গালমন্দ করে দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির খলিল- শহীদ পরিষদের সেক্রেটারি শহীদ সরকার। বুধবার ২১ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ বৈদ্যেরবাজার সাব -রেজিস্টার (ম্যাজিস্ট্রেট) অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁ থানায় ঈশাখা প্রেসক্লাবের সভাপতি সহ ৬ জন সাংবাদিক বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ বৈদ্যের বাজার সাব- রেজিস্টার ১০২ নং দলিল লিখক মাহবুবুর রশিদ নয়ন (৪৪) গ্রাম, ভিটিকান্দি, বার পাড়া , কাঁচপুর ,সোনারগাঁ একটি জমির সরকারি রাজস্ব প্রায় ২৭ লক্ষ টাকা ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রেশন করেছেন । কর ফাঁকি দেওয়ার তথ্য যাচাইয়ের জন্য সাব- রেজিস্টার( ম্যাজিস্ট্রেট) তার সত্যতা স্বীকার করে ও সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে থাকেন। এ সময় ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার উত্তেজিতভাবে সাব -রেজিস্টার (ম্যাজিস্ট্রেট) অফিস কক্ষে এসে সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কবিতর্কের একপর্যায়ে নয়ন ও শহীদ সরকার সহ অন্যান্য অফিস কর্মকর্তা ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিডিও ধারণ এ বাধা দেয়। তুচ্ছ তাচ্ছিল্য সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিকদের কে অফিস থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়। এছাড়াও সাংবাদিকদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি সহ প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। জানা যায় ভেন্ডারদের সেক্রেটারি শহীদ সরকার, বিরোধী দলের হেফাজত মামলার আসামী,কিছুদিন পূর্বে জাতীয় পার্টির যোগদান করলেও নানা অপকর্মের কারনে বহিস্কার করা হয় তাকে। দলিল জালিয়াতি সহ নানা অপকর্মের সাথে জড়িত শহীদ সরকার, স্থানীয় হওয়ায় ক্ষমতার প্রভাব দেখিয়ে দলিল জালিয়াতি, ভুয়া দলিল তৈরি করা, নকল দলিল তৈরি করে জায়গা জমি দখল করে নেওয়ার নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভেন্ডার সেক্রেটারি শহীদ সরকার ও দলিল লেখক মাহাবুবুর রশিদ নয়ন এর যোগসাজসে এ কাজ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রারের -ক, এক ব্যবসায়ী, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর ঢাকা, জেলা রেজিস্টার নারায়ণগঞ্জ, সাব রেজিস্টার সোনারগাঁ থানা নারায়ণগঞ্জ, সোনারগাঁ ঈশাখা প্রেসক্লাব সহ দশটি অধিদপ্তরে লিখিত অভিযোগ করে এক ব্যাবসায়ী। নাম প্রকাশ অনিচ্ছুক বৈদ্যেরবাজার সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দলিল লেখক জানান, অনেক ভেণ্ডার এখনও রাজস্ব ফাঁকি দিয়ে দলিল করে থাকে। এসব কারণে প্রকৃত দলিল লেখকদের বদনাম হয়। এগুলো বন্ধ হওয়া দরকার। অভিযুক্ত দলিল লেখক মাহাবুবুর রশিদ নয়ন জানান, তিনি দলিল ও পর্চা অনুযায়ী দলিল তৈরি করেছেন। তার বিরুদ্ধে আনা রাজস্ব ফাঁকির অভিযোগ সত্য নয়। তবে সাব রেজিস্টার (ম্যাজিস্ট্রেট)অঃনঃমঃবজলুর রহমান জানান, তার বক্তব্য মিথ্যে সে কর ফাঁকি দিয়েছে , তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category