1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সুজানগর থানার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ী, মাদক হেরোইন সহ গ্রেফতার - Barta24TV.com
সকাল ৬:২৭, সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুজানগর থানার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ী, মাদক হেরোইন সহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২
  • 453 Time View

পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী’র নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও সকল প্রকার অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৭ই সেপ্টেম্বর সুজানাগর থানাধীন বোনকোলা হাটের নাইট গার্ডদের চারচালা টিনের ঘরের মধ্যে রাত্রি ৯ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৩ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার করেন এবং অপর সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উক্ত ধৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

মাদক ব্যবসায়ী হলোঃ মোঃ সোহানুর রহমান শুভ(২৫), পিতা-মৃত শফিকুল ইসলাম রতন ভক্ত এবং পলাতক আসামী মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মোঃ আঃ- বারী মল্লিক উভয় গ্রাম বোনকোলা, থানা- সুজানগর, জেলা -পাবনা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category