1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাদুল্লাপুরে ইউপি নির্বাচন সহিংসতায় মারপিট বাদীসহ দুজন গুরুতর আহত - Barta24TV.com
রাত ৮:৩৩, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইউপি নির্বাচন সহিংসতায় মারপিট বাদীসহ দুজন গুরুতর আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৭, ২০২২
  • 267 Time View

সাদুল্লাপুরে ইউপি নির্বাচন সহিংসতায় মারপিট বাদীসহ দুজন গুরুতর আহত।

গাইবান্ধা থেকে,মাইদুল ইসলামঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্থগিত হওয়া তিন ইউনিয়নে ইউপি নির্বাচনে ০৪ নং জামালপুর ইউনিয়নের আনারস মার্কা ও ঘোড়া মার্কার চেয়ারম্যান সমর্থকদের মধ্যে মারপিট হওয়ায় ঘোড়া মার্কার সমর্থক মেনাল মিয়া ও রিপন মন্ডল গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এবিষয়ে সাদুল্লাপুর থানায় ০৪ ডিসেম্বর রিপন মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২।
এজাহার সুত্রে জানা যায়- গত ২৬ নভেম্বর ২০২২ রাত ৯.০০ ঘটিকায় ঘোড়া মার্কার সমর্থক বাদী মোঃ রিপন মন্ডল, মোঃ মেনাল মিয়াসহ কয়েকজন নির্বাচনী প্রচারণার কাজ করে বাসায় ফেরার পথে খোর্দ্দ রসুলপুর গ্রামের কলপাড়া নামক স্থানে ওতপেতে থাকা আনারস মার্কার সমর্থক বিবাদী মোঃ সাইফুল মিয়া ও তার লোকজন আক্রমণ করে মারপিট করে। এতে রিপন মন্ডল ও মেনাল মিয়া গুরুতর অসুস্থ হলে মামলার স্বাক্ষীগণের সহযোগিতায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হামলায় রিপন মন্ডলের বাম হাতের কব্জিতে হাড় ভাঙ্গা জখম ও মেনাল ফকিরের মাথায় ও হাতে হাড় ভাঙা জখম হয়। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন- উক্ত বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category