1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
লোহাগড়ায় হামলা ও নিযার্তনের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন - Barta24TV.com
বিকাল ৩:৪৩, সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগড়ায় হামলা ও নিযার্তনের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৩, ২০২২
  • 294 Time View

মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা ঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা গ্রামের জুলিয়া ও চম্পার উপর শারিরিক নিযার্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য রেকসোনা বেগম ও তার পরিবার।
গত রোববার বিকেলে কালনা গ্রামের মহিলা ইউপি সদস্য রেকসোনা বেগমের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কালনা গ্রামের ইউপি সদস্য মোসা. রেকসোনা বেগম বলেন, কালনা গ্রামের মিলু মো্ল্যার স্ত্রী রাবেয়া বেগমের সাথে একটি মিথ্যা ধর্ষণ মামলা এবং জমি জায়গা ও দোকান ঘর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার সুত্র ধরে গত ১৬-০৫-২২ তারিখ সকাল ছয় টার দিকে আমার বোন চম্পা বেগম দোকানে যাওয়ার পথে একই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম, রাবেয়া, আজিজুর, রব্বান, রিপা, কাকলি, জরিনা, বেলায়েত, সিরাজসহ আরো অনেকে আমার বোনের ওপর হামলা করলে আমার ভাগ্নি জুলিয়া খানম তাকে বাচাতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। পরে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এখন ও তারা হসপিটালে চিকিৎসাধীন আছে। তিনি আরো বলেন, আমি লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।আমি আমার বোন ও ভাগ্নির উপর নিযার্তনের প্রতিবাদে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনাচ্ছি।

সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন বদিয়ার মুন্সি, ইউনুচ মুন্সি, শেখ আবুল হোসেন, সুরুজ মোল্যা, কাশেম মুন্সি, হেলাল শেখ, আজমল শেখ, রুবেল শিকদার, আজিজার শিকদার প্রমুখ। সবাই এ নির্যাতনের বিচার দাবি করে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category