1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রিসোর্টে আটক ১৬ ছাত্র-ছাত্রী, কাজী ডেকে বিয়ে দিলো এলাকাবাসী। - Barta24TV.com
সকাল ১০:৫৪, রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রিসোর্টে আটক ১৬ ছাত্র-ছাত্রী, কাজী ডেকে বিয়ে দিলো এলাকাবাসী।

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
  • 54 Time View

নাজমুল ইসলাম সিলেট থেকেঃ

সিলেটের একটি পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৬ জন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে আটক করেন স্থানীয়রা। এ ঘটনায় রিসোর্টিতে ব্যাপক ভাঙচুর করে কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে এ ঘটনা ঘটে।জানা গেছে,রিজেন্ট পার্কের বিরুদ্ধে এ অভিযোগ দীর্ঘদিনের।নামে পার্ক হলেও এখানে তরুণ-তরুণীরা অবৈধ মেলামেশায় লিপ্ত থাকেন।স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন।এদিন দুপুর ২টার দিকে পার্ক ঘেরাও করে ১৬ শিক্ষার্থীকে আটক করে দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন।পরবর্তীতে পরিবারের জিম্মায় তাদের মধ্যে ৮জনকে ছেড়ে দেন তারা। বাকি আটজনকে স্থানীয় কাজী ডেকে বিভিন্ন পরিমাণের দেনমোহর ঠিক করে বিয়ে দিয়ে দেন স্থানীয়রা। বিয়ে দেওয়া চার যুগলের মধ্যে-সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানী নগর উপজেলার বাসিন্দা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী বলেন, বিবাহিতদের মধ্যে তিনজনের ১০ লাখ করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম তাজুল বলেন,‘আমরা খবর পেয়ে মুরব্বিয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।পরে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের এনে আটজনকে বিয়ে পড়িয়ে দিই এবং বাকিদের পরিবারের জিম্মায় দিয়ে দেই।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ যায়।তবে স্থানীয় মুরুব্বিরা ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দিয়ে দেন।তবে তিনি বিয়ের বিষয় সম্পর্কে জানেন না.

Please Share This Post in Your Social Media

More News Of This Category