বার্তা ২৪ টিভি ডেস্কঃ
মেলান্দহে একাধিক মামলার আসামি ও বিভিন্ন জনের নিকট হইতে অর্থ আত্মসাৎ কারী পূর্ব মালঞ্চ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের পুত্র মোঃ রবিউল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকার ভুক্তভোগী জনগণ।
১৮ নভেম্বর বেলা ১.৩০মিনিটের সময় উপজেলার চরপলিশা মধ্যপাড়া গ্রামের প্রতারক রবিউল ইসলামের বিরুদ্ধে ন্যায়বিচার ও গ্রেপ্তার দাবি জানিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বক্তব্য রাখেন।
জানা গেছে -অর্থ আত্মসাৎকারী মোহাম্মদ রবিউল ইসলাম বিভিন্ন জনের নিকট থেকে ইটের ভাটায় ব্যবসার কাজে দেখিয়ে চেক ও স্ট্যাম্প এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
ভুক্তভোগীরা মোঃ রবিউল ইসলাম এর নিকট টাকা চাইতে গেলে, উল্টো রবিউল ইসলাম বিভিন্ন জনের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।
যাহা সরে জমিনে একাধীক প্রমাণিত রয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয় আদালতে রবিউলের বিরুদ্ধে থানা পুলিশ সত্য রিপোর্ট প্রদান করায়,রবিউলের কড়াল গ্রাস থেকেও ছাড় পাইনি মেলান্দহ থানার কর্তব্যরত এস আই মাসুদ।
এছাড়াও অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী,ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।