মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ(২১-১১-২০২৩)
“জেন্ডার সংবেদনশীল চর্চা করি,নারীবান্ধব সমাজ গড়ি”‘ এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক মানিকগঞ্জ সদর,সিংগাইর,ঘিওর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করছে।
তারই ধারাবাহিকতায় গত ২০-২১ নভেম্বর ২০২৩ বারসিক বায়রা রিসোর্স সেন্টার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে দিনব্যাপী জেন্ডার ও বৈচিত্র্য সুরক্ষায় যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে। কর্মশালায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু,প্রথম আলো প্রত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মোমিন। এছাড়াও সহায়ক হিসেবে
সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস,মো. নজরুল ইসলাম,শাহিনুর রহমান,সুবীর সরকার,রিনা সিকদার ও সামায়েল হাসদা প্রমুখ।
বক্তারা বলেন সমাজে নারী পুরুষে অভেদ্য বৈষম্য বিদ্যমান রয়েছে। সমাজ আরোপিত এসব বৈষম্য ও পার্থক্য দূর করতে হলে পরিবার সমাজ ও রাষ্ট্রে জেন্ডার ভূমিকার পরিবর্তন সাধনে সাংস্কৃতিক জাগরণসহ যুব সমাজকে পরিবর্তনকারী এজেন্টের ভূমিকায় এগিয়ে আসতে হবে।