মোঃ পারভেজ মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা শাপলা পুর ইউনিয়ন জেমঘাট জেটি থেকে নগল কেটে বল গেট জাহাজ থেকে ১০_১২ লাখ টাকা অভিযোগ উঠেছে । পহেলা নভেম্বর রোজ মঙ্গলবার রাত ১২ টা দিকে শাপলা পুর ইউনিয়ন জেম ঘাট চাইনা প্রকল্প সংলগ্ন এলাকায় নগল করা জাহাজ থেকে প্রায় ১০-১২ টাকা মালামাল ডাকাতি করে। এবং চালক দেরউ মার দর করে।
সরকারি মেগা প্রকল্প ব্যবহারকারী বলগেট জাহাজ কিশোরগঞ্জ বাইযোধপুর মোহাম্মদ সাধু মিয়া বলেন তিন দিন আগে সিলেট থেকে বালি বহন করে কক্সবাজারের উদ্দেশে রওনা করেন তারা দীর্ঘ সমুদ্র অতিক্রম করে গতকাল রাত। তাদের নিরাপত্তা কথা চিন্তা করে তারা নজর করেন একটু বিশ্রামের উদ্দেশে। কিন্তু সাত জনের একদল ডাকাত তাদের উপর আমরা করে।
সাজু মিয়া বলেন তাদের থেকে টাচ মোবাইল গ্যাসের চুলা জেনারেটার ব্যাটারি এবং সব কিছু নিয়ে যায়।
এদিকে জেম ঘাট এলাকার বাসিন্দা মাহমুদ মিয়া বলেন বল ঘাট ডাকাতি হচ্ছে দেখে তার প্রতিবেশী মোঃ তারেক মোহাম্মদ ফারুক মোহাম্মদ বেলাল মোহাম্মদ সবুজ সহ সবাই মিলে ডাকাতের হাত থেকে বহিরাগত বড় গেট মাঝি মোল্লা দের ডাকাতের হাত থেকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর কার সে বলে করছে বলে।
এবং জেম ঘাটের বাসিন্দা মোঃ মিয়া কয়েকজন ডাকাতের নামও বলেন। মুকসুদ ,তোফেল, নুর কবির, শাহীন সহ ৭জন ছিল ডাকাত,
আরো বলেন মুকসুদ ডাকাতের গডফাদার বলে,