1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ জব্বারের মৃত্যু। - Barta24TV.com
রাত ২:৫৬, শনিবার, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ জব্বারের মৃত্যু।

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৪, ২০২৩
  • 244 Time View

হরিরামপুর থেকে : মোহাম্মদ আলী
হরিরামপুর উপজেলাধীন হারুকান্দি ইউপির ভেলাবাদ গ্রামের প্রগতিশীল রাজনীতিবিদ -শিক্ষানুরাগী ও সাংস্কৃতিবিদ এবং সংগঠক বান্ধব বিশিষ্ট সমাজ সেবক ও বীরমুক্তিযোদ্ধা হারুন অর -রশিদ চৌধুরী জব্বার(৭৫) গত ৩ মার্চ রোজ শুক্রবার বেলা ১.৪৫ মিনিটে হৃদরোগজণিত কারনে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হৃদরোগজণিত কারনে মৃত্যু বরন করেছেন…ইন্না-লিল্লাহ ওয়া ইন্ন ইলাহির রাজিউন।মৃত্যুকালীন তার বয়স( ৭৫) বছর।তিনি হারুকান্দি গ্রামের মরহুম পিতা-ফেলুউদ্দিন চৌধুরী ও মাতা- মরহুমা জুবাইদা চৌধুরী এর পুত্র সন্তান ছিলেন।মারা যাওয়ার সময় দুই ছেলে -৷ দুই মেয়ে ও স্ত্রী এবং নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে প্রবীণ রাজনীতিকবিদ মোহিত চৌধুরী ইতালি( প্রবাসী)২য় কন্যা স্টুডেন্ট বিপ্লব চৌধুরী( এল.এল.বি)লন্ডন প্রবাসী,এবং স্ত্রী মহুয়া চৌধুরী (লন্ডন প্রবাসী) মরহুম হারুন অর রশীদ কে সম্পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মাইয়াতের পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category