1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ggyyrfxljq@icoxc.com : 0oaq1ccbve zkpub87n3j : 0oaq1ccbve zkpub87n3j
  3. ferozahmeed10@gmail.com : moderator1818 :
  4. wadminw@wordpress.com : wadminw : wadminw
  5. ixuxutpnmx@vbnco.com : 8tjcmh8ra6 t6kj6ercsa : 8tjcmh8ra6 t6kj6ercsa
বালিয়াডাঈীতে ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয় - Barta24TV.com
সকাল ৭:০১, বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঈীতে ইউএনওর বদলিজনিত কারণে বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২
  • 680 Time View

 মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. যোবায়ের হসেন সম্প্রতি বদলি হয়েছেন। আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংর্বধনা জানানো হয়। বিদায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীলের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম। বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভিন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, আলহাজ্ব মোঃ আকরাম আলী, আকালু মোহাম্মদ ডংগা, সোহেল রানা, সাহাবুদ্দীন আহাম্মেদ, সমর কুমার চ্যাটার্জী নুপুর, ফজলে রাব্বী রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী মইনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, ইউএনও’র সহধর্মিনী, বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার আজমল হক রয়েল। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী সভাপতি আবুল কালাম আজাদ সহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীবৃন্দ। বিদায় বেলায় আবেগঘন বক্তব্য দেন ইউএনও মোহা. যোবায়ের হোসেন বলেন, উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয়দের ভালোবাসার বিষয়টি তুলে ধরেন ইউএনও, ‘প্রায় তিন বছর বালিয়াডাঙ্গী উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে বিদায় নিলাম। চাকরির বহুমাত্রিকতার কারণে অনেক মানুষের অনেক প্রত্যাশা ছিল। তাই বিদায় বেলায় অনেক কিছু করতে না পারার অনুভূতি আমাকে আচ্ছন্ন করে আছে। অনেক কাজ করার ছিল। হয়তো বেশির ভাগই সম্ভব হয়নি। তবে কিছু কাজের কথা আলাদাভাবে অনেকদিন মনে থাকবে। ’মোহা. যোবায়ের হোসেন আরও বলেন, ‘ডাক বাংলা উপজেলা পরিষদ পুকুর খনন, পরিষদ গেট, বাউন্ডারি ওয়াল, সামনের ল্যান্ড স্কেপিং, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাল্টিপারপাস কমপ্লেক্স ‘উথনাউ’ ইত্যাদি কাজগুলো আলাদাভাবে মনে থাকবে। ইট, সিমেন্ট, কাঠ ও পাথরের বাইরেও এই সৃষ্টিগুলোর পেছনে ছোট ছোট গল্প ছিল। ভুল ছিল, ভ্রান্তি ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল। সেই সঙ্গে ছিল অনেকের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা।’ তিনি আরও বলেছেন, ‘তিন বছরে অনেক ঋণ আমার প্রিয় সহকর্মী, জনপ্রতিনিধি, বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর কাছে জমা হয়েছে। আলাদাভাবে কাউকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। চলার পথে ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সরকারি চাকরিতে বদলি-বিদায় স্বাভাবিক বিষয়। তারপরও কষ্ট লেগেছে। তবে বিদায় আছে বলেই কিন্তু মানুষের ভালোবাসা অনুভব করার সুযোগ হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category