বার্তা ডেস্কঃ
শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ব্রিফিং করেন কমিটির সভাপতি খালিদ হোসেন।
শনিবার রাতে তারাবির নামাজ পড়বেন মুসলমানরা। এরপর রাতের শেষভাগে সেহরি খাবেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।
সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পরে রোজা ও ঈদ হয়ে থাকে। যদিও সৌদি আরবের মিল রেখে একই দিন থেকে চাঁদপুরসহ কয়েকটি এলাকার মানুষ রোজা পালন শুরু করেছে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২ মার্চ রমজান মাস গণনা শুরু হবে। আর ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে শবে কদর পালিত হবে।