

রাজশাহী প্রতিনিধি :রাজশাহীর পুঠিয়ায় অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্তার বিলে এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানকালে ৮০টি চায়না দুয়ারী জাল, ৩টি সুতি জাল, ৫০০০ মিটার কারেন্ট জাল ও ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, “অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মৎস্যসম্পদ রক্ষা এবং স্থানীয় জেলেদের স্বার্থ সুরক্ষিত হবে।