1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পুকুর থেকে পাওয়া গেলো পুলিশের পোশাক - Barta24TV.com
ভোর ৫:২৯, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুকুর থেকে পাওয়া গেলো পুলিশের পোশাক

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 85 Time View

লালমনিরহাট থেকে,মোঃ পেয়ারুল ইসলামঃ

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের,কদমতলা এলাকায় একটি পুকুর থেকে মাছ তুলতে গিয়ে একটি ব্যাগ পাওয়া যায়।ব্যাগের মধ্যে ছিল পুলিশের ড্রেস ও টিফিন বক্স।
এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেই পুলিশি পোশাক এনো অক্ষত রয়েছে। তবে এলাকার মানুষকে যে বিষয়টি ভাবিয়ে তুলেছে তা হলো সেই টিফিন বক্স এ থাকা ভাত ও মাছ এখনো রয়েছে। এলাকাবাসির ধারণা যে বিষয় টি বেশি দিনের না হতে পারে ৩০থেকে ৪০ দিনের মধ্যে। জেলেদের মধ্যে থেকে ফেরদৌস বলেন আমরা প‍্রথম যখন জালের মধ্যে ওজন অনুভব করতেছিলাম তখন মনে করেছিলাম হয়ত বড় কোনো মাছ আটকা পড়েছে কিন্তু যখন জাল উপরে উঠানো হলো তখন দেখতে পেলাম ওটা মাছ না আস্ত একটা ব‍্যাগ। আমরা সবাই অবাক হয়ে ব‍্যাগটা খুলতে লাগলাম। তবে বিষয় টি প্রশাসন কে অবগত করলে তারা এসে সেই ব‍্যাগ ও ব‍্যাগের জিনিস পত্র নিয়ে যায় তবে কে এই মজিবর তা এখনো যানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category