1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পটিয়ায় ভাতিজার আঘাতে চাচা আহত - Barta24TV.com
সকাল ৭:৩৭, সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় ভাতিজার আঘাতে চাচা আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
  • 112 Time View

এম হেলাল উদ্দিন নিরবপটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজার কিরিচের কুপের আঘাতে গুরুতর আহত হয়েছেন চাচাসহ ২ জন। আহতরা হলেন,উপলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের ঠান্ডা মিয়ার বাড়ির মৃত আলী চানের ছেলে আবদুল ছবুর(৭০) ও তার মেয়ে নুর জাহান আক্তার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌনে বার ঘটিকার সময় ভিকটিমের বসত ভিটায় জায়গা- জমির বিরোধের জেরে আবদুল ছবুরের বড় ভাই মৃত আবদুল ছমদের ছেলে মেয়েরা এই ঘটনা ঘটায় বলে নিশ্চিত করেন গুরুতর আহত আবদুল ছবুরের ছেলে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম আরও জানান, এক সময় আমার পিতা বিদেশ থেকে টাকা পাঠিয়ে আমার দাদার নামে জায়গা -জমি ক্রয় করেন। আমার আব্বা বিদেশ থাকাবস্থায় আবদুল ছমদ প্রতারণা করে আমার দাদা থেকে রেজিস্ট্রি করে নেন। তারপরও আমরা নিরব থেকেছি। কিন্তু আবদুল ছমদের ছেলে সেলিম ও শামীমের নেতৃত্বে আমার পিতা ও বোনকে হত্যার উদ্দেশ্যে  কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে। তারা চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা নাড়ছে। পটিয়া মেডিকেল জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিকা দাশ গুপ্তা জানান,আবদুল ছবুর ও নুরজাহান আক্তার নামে দুই জন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এবিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, এই ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category