আবু নাঈম, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন গোলাম মোস্তফা রাসেল৷ তিনি এর আগে মাদারীপুর জেলা পুলিশ সুপার ছিলেন৷
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (৩ আগস্ট) গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করে জননিরাপত্তা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়৷
গোলাম মোস্তফা রাসেল গত বছরের ১৮ মার্চ মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন৷ ২৪তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় একাধিকবার পিপিএম পদক পেয়েছেন৷
এদিকে, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জায়েদুল আলম। পরে চলতি বছরের ২ জুন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি লাভ করেন এবং গত ১৩ জুলাই ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে জায়েদুল আলমকে পদে পদায়ন করা হয়