মো: রাসেল রানা
জামালপুর
জামালপুর সদর উপজেলা নরুন্দিতে জিন্নাত আফসর মহিলা ডিগ্রী কলেজ এ এইচএসসি পরীক্ষার চলা কালে মোবাইলে নকল সরবরাহ দায়ে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ (৫২) ১৯৮০ এর ৯ খ ধারা অপরাধ দোষী সাব্যস্ত করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এডিসি কোর্টে নিবাহী ম্যাজিস্টেট জনাব এমাদুল হোসেন রায় ঘোষণা করেন,
পরে শিক্ষক আবুল কালাম আজাদ কে কারাগারে পাঠানো হয় ,
এ ব্যপারে হল সুপার লুৎফর রহমান সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক দের কে এরিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয় এলাকার লোকজন জানান যেখানে জন সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা সেই জায়গায় কি ভাবে মোবাইল নিয়ে প্রবেশ করেছে তা খতিয়ে দেখার দরকার, প্রয়োজন বলে মনে করছেন।।
এলাকার লোকজন হল এবং সুধীমহল মনে করতেছে এই খানে হল সুপারের হাত থাকে পারে বলে মনে করেন।